Breaking




বুধবার, ১২ অক্টোবর, ২০২২

ভারতের বিভিন্ন বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের অবস্থান

ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের অবস্থান |List of Famous National Parks and Sanctuaries of India in Bengali PDF

ভারতের বিখ্যাত জাতীয় উদ্যান ও অভয়ারণ্য


নমস্কার বন্ধুগন, জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের এই পোস্টটিতে কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের অবস্থান অর্থাৎ কোন জাতীয় উদ্যান ও অভয়ারণ্যটি কোথায়, কোন রাজ্যে অবস্থিত তার তালিকা দেওয়া রইল। সকল ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আজকের এই পোস্টটি খুবই কার্যকর হবে। এটা সম্বন্ধীয় নমুনা প্রশ্ন : জলদাপাড়া জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?, বক্সা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? জিম করবেট জাতীয় উদ্যান কত সালে প্রতিষ্ঠিত হয়?

নিচে সম্পূর্ণ তালিকাটি দেওয়া রইলো এবং প্রয়োজনে এর পিডিএফ টি সংগ্রহ করে নিন।


ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের অবস্থান


নাম অবস্থান
জিম করবেট জাতীয় উদ্যান নৈনিতাল (উত্তরাখান্ড)
জলদাপাড়া জাতীয় উদ্যান জলপাইগুড়ি (পশ্চিমবঙ্গ)
কাজিরাঙ্গা জাতীয় উদ্যান জোড়হাট (আসাম)
বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার (পশ্চিমবঙ্গ)
সুন্দরবন জাতীয় উদ্যান দক্ষিণ ২৪ পরগনা (পশ্চিমবঙ্গ)
গরুমারা জাতীয় উদ্যান মালবাজার পশ্চিমবঙ্গ
চন্দ্রপ্রভা জাতীয় উদ্যান বারানসি (উত্তর প্রদেশ)
ঘানা পাখি অভয়ারণ ভরতপুর (রাজস্থান)
মানস ব্যাঘ্র অভয়ারণ বরপেটা রোড (আসাম)
সরিস্কা অভয়ারণ্য আলওয়ার (রাজস্থান)
সিঙ্গালিলা জাতীয় উদ্যান দার্জিলিং (পশ্চিমবঙ্গ)
দচিগ্রাম অভয়ারণ্য দচিগ্রাম (জম্মু ও কাশ্মীর)
পেরিয়ার অভয়ারণ্য ইডুক্কি (কেরল)
গৌতম বুদ্ধ অভয়ারণ্য বিহার
গীর অভয়ারণ্য যুনাগড় (গুজরাট)
কানহা জাতীয় উদ্যান মানদাই (মধ্যপ্রদেশ) 
তুঙ্গভদ্রা অভয়ারণ্য কর্ণাটক
পালামৌ ব্যাঘ্র অভয়ারণ্য ঝাড়খন্ড
চাপড়ামারি অভয়ারণ্য পশ্চিমবঙ্গ
গুইন্ডী জাতীয় উদ্যান তামিলনাড়ু
সিমলিপাল অভয়ারণ্য উড়িষ্যা

 অভয়ারণ্য ও জাতীয়উদ্যান সম্পর্কিত কয়েকটি প্রশ্ন উত্তর 🔻

১. ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি ?

উঃ - জিম করবেট জাতীয় উদ্যান হল ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি অবস্থিত উত্তরপ্রদেশের নৈনিতালে, এটি প্রতিষ্ঠিত হয় ১৯৩৬ সালে। 


২. জিম করবেট জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উঃ - জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত।


৩. গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ?

উঃ - পশ্চিমবঙ্গ।


File Details:
File Name: ভারতের বিভিন্ন অভয়ারণ্য ও জাতীয়উদ্যান.pdf
File Formet: PDF
Number Of Pages: 1

আরও পড়ুন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন