Breaking




বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

লোক নৃত্য ও আদিবাসী নৃত্য তালিকা PDF | List of Folk and Tribal Dances of India in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্য ও আদিবাসী নৃত্যের সম্পূর্ণ তালিকা সাথে PDF | Folk Dance and Tribal Dances List in Bengali

ভারতের বিভিন্ন রাজ্যের লোক নৃত্য ও আদিবাসী নৃত্য


নমস্কার বন্ধুগন, ছৌ নাচ কোন রাজ্যে প্রচলিত ?, ভাংড়া কোন রাজ্যের বিখ্যাত লোক নৃত্য ? –এই ধরনের নানান প্রশ্ন বিভিন্ন Competitive Exam - এ প্রায়শই দেখে থাকি। তাই আপনাদের সুবিধার্থে বিভিন্ন রাজ্যের লোকনৃত্য ও আদিবাসী নৃত্যের সম্পূর্ণ তালিকা টি PDF সহ এই পোস্টটিতে দেওয়া হলো। নিচে রাজ্য ও নৃত্যের তালিকাটি সুন্দর ভাবে  দেওয়া আছে। প্রয়োজনে বিভিন্ন লোক নৃত্য ও আদিবাসী নৃত্য কোন রাজ্যে প্রচলিত  এর PDF টি Download করে নিতে পারেন।

লোক নৃত্য ও আদিবাসী নৃত্যের তালিকা

রাজ্য নৃত্য
পশ্চিমবঙ্গ ছৌ, কীর্তন, বাউল, যাত্রা, কাঠি
ওড়িশা ঘুমার সঞ্চার, ছৌ
মহারাষ্ট্র কথাকীর্তন, মৌনি, গাফা, দশাবতার,
দহিকলা, তামাশা
অসাম বিহু, খেল গোপাল , রাসলীলা, তবলা চোঙ্গলি
পাঞ্জাব ভাংড়া, গিদ্ধা
উত্তর প্রদেশ চাপেলি, রাসলীলা, নটাঙ্কি, থোরা
তামিলনাড়ু কলাট্টম, কারাগাম, কুমি, কভাড়ি
অন্ধ্রপ্রদেশ ঘন্ট মার্ডালা, বুড়াকথা, বীধিনাটকম
কর্ণাটক হাটারি, সুগি, ইয়াকশাগন
কেরালা কালিয়াট্টম, তাপাতিকালি
বিহার কর্মা, কথাপুতলি, যাত্রা, ছৌ
গুজরাট ডান্ডিয়া, গর্বা, রাম, টিপ্পানি
রাজস্থান ঝুমা, চক্রি, খেয়াল
জম্মু ও কাশ্মীর রাউফ, হিকত্
হিমাচল প্রদেশ ঝোরা, ঝালি, ডাংলি
হরিয়ানা রাসলীলা, ধামাল, ঝুমুর, দাফ

প্রতিটি রাজ্যের কোন কোন লোকনৃত্য প্রচলিত উপরের তালিকাটিতে সুন্দরভাবে তা  দেখানো হল এবং যেকোনো সময় অফলাইনে পড়ার জন্য আপনারা ভারতের লোকনৃত্য আদিবাসী নৃত্যের তালিকার PDF টি ডাউনলোড করে নিতে পারেন।


File Details:
File Name: ভারতের লোক নৃত্য ও আদিবাসী নৃত্য.pdf
File Formet: PDF
Number Of Pages: 2

নিচে MCQ আকারে কয়েকটি প্রশ্ন দেওয়া রইলো 🔻

১. ডান্ডিয়া নিম্নলিখিত কোন রাজ্যের লোক নিত্য ?

a) রাজস্থান

b) গুজরাট

c) উত্তর প্রদেশ

d) আসাম


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন