Breaking




বুধবার, ৫ জানুয়ারী, ২০২২

Gk Questions in Bengali and English Set 5 | RRB NTPC, GROUP D, PSC, WBCS, SSC জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ প্রশ্ন

 GK এর গুরুত্বপূর্ণ প্রশ্ন || RRB GROUP D, NTPC, SSC GK Questions || GK Questions in Bengali and English || Competitive Exams

GK Questions in Bengali and English

BongTeach ✔
|| 60+ GK Questions in Bengali and English | বিভিন্ন Competitive Exams -এ MCQ প্রশ্ন এসে থাকে , নিচে দেওয়া প্রশ্ন গুলো বিভিন্ন Competitive পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে ||
নিচের 60 টিরও বেশি GK প্রশ্ন দেওয়া রইলো যেগুলি আগামী সরকারী চাকরীর পরিক্ষাই খুবই সাহায্য করবে। RRB NTPC, RAILWAY GROUP D, RPF, SSC Exam Preparation
GK প্রশ্ন গুলো MCQ আকারে দাওয়া নেইকারও MCQ আকারে GK Questions গুলো থাকলে অনেক সময় পড়তে অসুবিধে হয়, তাই Options ছাড়াই প্রশ্ন গুলোর উত্তর টাই দেওয়া হয়েছে। আশা করছি এইভাবে প্রশ্ন গুলো পড়তে ও মনে রাখতে হবে।

SSC / Railway GK Questions Set


1. Which one of the following is the folk dance of Daman and Diu ?  

 নিচের কোনটি দমন ও দিউয়ের লোকনৃত্য ?

➡ Verdigao Dance (ভার্দিগাও নৃত্য)। [ আরো কয়েকটি দমন ও দিউ এর লোকনৃত্য হলো Vira Dance, Mando Dance]

2. On which river is the Keoti Waterfall situated ?  

 কেওতি জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ?

➡ Mahana River (মহনা নদী)।

3. Which of the following is considered to be the deepest lake in the world ?  

 নিচের কোনটি পৃথিবীর গভীরতম হ্রদ হিসেবে বিবেচিত ?

➡ Lake Baikal (বৈকাল হ্রদ)।


4. In which of the following states is the Chandoli National Park located ?  

 চান্দোলি ন্যাশনাল পার্ক নিচের কোন রাজ্যে অবস্থিত ?

➡ Maharashtra (মহারাষ্ট্র)।


আরো কয়েকটি মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্কগুলি হল :

  • তাডোবা ন্যাশনাল পার্ক।
  • সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক।
  • নভেগাঁও ন্যাশনাল পার্ক।
  • গুগামাল ন্যাশনাল পার্ক।


5. Garba is a folk dance which originated in ______ ?  

 গারবা হল একটি লোকনৃত্য যার উৎপত্তি _______ ?

➡ Gujarat (গুজরাট)।


6. Fire folk dance of Rajasthan is famous at which place ?  

 রাজস্থানের অগ্নি লোকনৃত্য কোন স্থানে বিখ্যাত ?

➡ Bikaner (বিকানের)।


7. On which river is Bhimlat waterfall located ?  

 ভিমলাট জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত ?

➡ Mangali River (মঙ্গলী নদী)।


8. Which of the following is NOT a folk dance ?  

 নিচের কোনটি লোকনৃত্য নয় ?

[ Dandiya , Kathakali, Ghoomar, Garba]

➡ Kathakali (কথাকলি)।


9. Which among the following mountain range is located in Russia ?  

 নিচের কোন পর্বতশ্রেণীটি রাশিয়ায় অবস্থিত ?

[ সপ্ত কন্যা, রকি, আন্দিজ, উরাল]

➡ উরাল (Ural)।

10. Kanger Ghati National Park is located in which State ?  

 কাঙ্গের ঘাটি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত ?

➡ Chhattisgarh (ছত্রিশগড়)।


11. Asian Boxing Championship 2021 was held in____ .

 এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপ 2021 কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

➡ Dubai (দুবাই)।


12. Which team was the winner of the Vijay Hazare Trophy 2021 ?  

  কোন দলটি বিজয় হাজারে ট্রফি 2021 এর বিজয়ী ছিল ?

➡ Mumbai Cricket Team (মুম্বাই ক্রিকেট টিম)।


13. Five players have been included in TOPS in May 2021. What is the full form of TOPS ?  

 2021 সালের মে মাসে পাঁচজন খেলোয়াড় TOPS-এ অন্তর্ভুক্ত হয়েছে। TOPS-এর পূর্ণরূপ কী ?

➡ Target Olympic Podium Scheme (টার্গেট অলিম্পিক পডিয়াম স্কিম)।


14. Singhraj Adhana won BRONZE Medal in Tokyo Paralympics 2021, in which Game ?  

 সিংরাজ আধান টোকিও প্যারালিম্পিক 2021-এ ব্রোঞ্জ পদক জিতেছেন, কোন খেলায় ?

➡ Shooting.


15. Aditi Ashok is related to which game ?  

 অদিতি অশোক কোন খেলার সাথে সম্পর্কিত ?

➡ Golf.


16. What does “A” in IUPAC stand for ?  

 IUPAC-তে “A” বলতে কী বোঝায় ?

➡ Applied.


17. The Corbevax Covid-19 vaccine is being made by ?  

 Corbevax Covid-19 ভ্যাকসিন কে তৈরি করেছে ?

➡ Biological E. Limited.


18. Where is the Institute of National Defence College (NDC) of Indian Army present ? 

 ভারতীয় সেনাবাহিনীর ইনস্টিটিউট অফ ন্যাশনাল ডিফেন্স কলেজ (NDC) কোথায় অবস্থিত ?

➡ New Delhi (নিউ দিল্লি)।


19. Vishu festival is celebrated in which state ?  

 বিষু উৎসব কোন রাজ্যে পালিত হয় ?

➡ Kerala (কেরালা)।


20. What is the largest river in Nepal ?  

 নেপালের বৃহত্তম নদী কোনটি ?

➡ Karnali (কর্নালী)।


21. Which of the following is NOT hardware ?  

 নিচের কোনটি হার্ডওয়্যার নয় ?

➡ Java.


22. a DVD is an example of____ .  

 একটি DVD একটি _____ উদাহরণ.

➡ Optical disk.


23. In MICR ‘C’ Stands For ?  

 MICR-তে ‘C’ মানে ?

➡ Character. [ Full from of : Magnetic ink character recognition]


24. Which of the following is the largest volcano of the world ?  

 নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম আগ্নেয়গিরি ?

➡ Mauna Loa (মাউনা লোয়া)।


25. Indian Institute of science is located____ ।

 ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত ?

➡ Bengaluru (বেঙ্গালুরু)।



SSC / Railway GK Questions Set

26. Which city is known as the “City of Golden Gate” ?  

 কোন শহরকে “City of Golden Gate” বলা হয় ?

➡ San Francisco (সান ফ্রান্সিসকো)।

27. When is Indian Army Day celebrated ?  

 ভারতীয় সেনা দিবস কবে পালিত হয় ?

➡ 15th January.

28. Which rocket system was used for Mission Chandrayan 2 ?  

 Mission Chandrayan 2 –এর জন্য কোন রকেট সিস্টেম ব্যবহার করা হয়েছিল ?

➡ GSLV Mk III.


29. Santosh trophy is associated with which game ?  

 সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ?

➡ Football.


30. Who is the author of the book “Drain of wealth” ?  

 Drain of wealth’ বইটির লেখক কে  ?

➡ Dadabhai Naoroji (দাদাভাই নওরোজি)।


31. The headquarters of World Trade Organisation(WTO) is situated in – ?  

 World Trade Organisation -এর সদর দপ্তর অবস্থিত – ?

➡ Geneva (Switzerland).


32. Who was the teacher of Chandragupta maurya ?  

 চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন ?

➡ Chanakya (চাণক্য)।


33. What was the symbol of the Gupta Empire ?  

 গুপ্ত সাম্রাজ্যের প্রতীক কি ছিল ?

➡ Garuda (গরুড়)।


34. Where was the capital of Maurya kingdom situated ?  

 মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় অবস্থিত ছিল ?

➡ Pataliputra (পাটলিপুত্র)।


35. What was the real name of gautam Buddha ?  

 গৌতম বুদ্ধের আসল নাম কি ছিল ?

➡ Siddhartha (সিদ্ধার্থ)।


36. Who was the greatest Maurya ruler ?  

 শ্রেষ্ঠ মৌর্য শাসক কে ছিলেন ?

➡ Ashoka (অশোক)।


37. In which year ‘Brahmo Samaj’ was established ?  

 ‘ব্রাহ্ম সমাজ’ কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

➡ 1828 A.D. (১৮২৮ খ্রি:)।


38. Jahangir was married to whom ?  

 জাহাঙ্গীর কাকে বিবাহ করেছিলেন ?

➡ Nur Jahan (নূর জাহান)। [ নুরজাহানের আসল নাম :- Mehr-un-Nissa]


39. Who was known as ‘Zinda Pir’ ?  

 কে ‘জিন্দা পীর’ নামে পরিচিত ছিলেন  ?

➡ Aurangzeb (ঔরঙ্গজেব)।


40. After which war did Babur hold the title of ‘Ghazi’ ?  

 কোন যুদ্ধের পর বাবর ‘গাজী’ উপাধি ধারণ করেন ?

➡ Battle of Khanwa (খানুয়ার যুদ্ধ)।


41. Who was the founder of Mughal dynasty ?  

 মুঘল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

➡ Babur (বাবর)।


42. Who among the following was the first Sayyid ruler of Delhi ?  

 নিম্নলিখিতদের মধ্যে কে দিল্লির প্রথম সৈয়দ শাসক ছিলেন ?

➡ Khizr Khan (মুহাম্মদ শাহ)।


43. Khan Abdul Ghaffar Khan was also known by which name ?  

 খান আবদুল গাফফার আর কোন নামে পরিচিত ছিলেন ?

➡ Badshah Khan (বাদশা খান)।


44. Goa is situated on which riverbank ?  

 গোয়া কোন নদীর তীরে অবস্থিত ?

➡ Mandovi River (মান্দোবি নদী)।


45. Which is the largest river of Asia ?  

 এশিয়ার বৃহত্তম নদী কোনটি ?

➡ Yangtze (ইয়াংসি নদী)।


46. Other than sun, which is the closest star to the Earth ?  

 সূর্য ছাড়া অন্য কোনটি পৃথিবীর নিকটতম নক্ষত্র ?

➡ Proxima Centauri (প্রক্সিমা সেন্টরাই)।


47. Which is the nearest planet of the Sun ?  

 সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?

➡ Mercury (বুধ)।


48. The river ‘Son’ is a tributary of which of the following rivers ?  

 ‘সোন’ নদী নিচের কোন নদীর উপনদী ?

➡ Ganga (গঙ্গা)।


49. Which city is known as the “Gateway to Northeast of India” ?  

 কোন শহরটি “ভারতের উত্তর –পূর্বের প্রবেশদ্বার” নামে পরিচিত ?

➡ Siliguri (শিলিগুরি)।


50. Which of the following dams is also known as Pong Dam ? ?  

 নিম্নলিখিত কোন বাঁধটি পং বাঁধ নামে পরিচিত ?

[Gandhisagar Dam, Tehri Dam, Maharana Pratap Sagar Dam, Hirakud Dam]

➡ Maharana Pratap Sagar Dam (মহারানা প্রতাপ সাগর বাঁধ)।


51. Chenab River originates from –

 চেনাব নদীর উৎপত্তি –

➡ Baralacha La Pass (বারালাচা লা পাস)।


52. Which of the following is an example of non-metallic mineral ?  

 নিচের কোনটি অ-ধাতব খনিজের উদাহরণ ?

➡ Mica (অভ্র)।


53. The Eight Degree Channel separates which of the following ?  

 আট ডিগ্রী চ্যানেল নিচের কোনটি আলাদা করেছে ?

➡ Minicoy Island and Maldives (মিনিকয় দ্বীপ এবং মালদ্বীপ )।

 [ ৯⁰ চ্যানেল আলাদা করেছে:- লাক্ষাদ্বীপ ও মিনিকয় দ্বীপ, ১০⁰ চ্যানেল আলাদা করেছে:- আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ]


54. Which of the following is not an example of vector quantity ?  

 নিচের কোনটি ভেক্টর রাশির উদাহরণ নয় ?

➡ Power (শক্তি)।


55. In which part of the body is blood produced ?  

 শরীরের কোন অংশে রক্ত উৎপন্ন হয় ?

➡ Bone Marrow (অস্থি মজ্জা)।


56. How many bones are there in the rib cage ?  

 পাঁজরের খাঁচায় কয়টি হাড় আছে ?

➡ 24 টি।


57. Sound travels fastest in which of the following mediums ?  

 নিচের কোন মাধ্যমের মধ্যে শব্দ দ্রুত গতিতে ভ্রমণ করে ?

➡ Solids (কঠিন)।


58. Brass is an alloy of which of the following metals ?  

 পিতল নিচের কোন ধাতুগুলির একটি খাদ ?

➡ Copper and zinc (তামা এবং দস্তা)।


59. Which organ is called ‘chemical factory’ of human body ?  

 মানবদেহের ‘রাসায়নিক কারখানা’ বলা হয় কোন অঙ্গকে ?

➡ Liver (যকৃৎ)।


60. Chandrayaan – 2 was launched from which of the following states by ISRO ?  

 ইসরো চন্দ্রযান -২ নিচের কোন রাজ্য থেকে উৎক্ষেপণ করেছিল ?

➡ Andhra Pradesh (অন্ধ্রপ্রদেশ)।


61. MS-Word is an example of –   

 MS-Word এর একটি উদাহরণ – 

➡ Application software (অ্যাপ্লিকেশন সফটওয়্যার)।


62. 1 byte = how many bits ?  

 ১ বাইট = কত বিট ?

➡ Eight(8).


63. Who is called the Father of Computer ?  

 কাকে কম্পিউটারের জনক বলা হয় ?

➡ Charles Babbage (চার্লস ব্যাবেজ)।


64. Windows 95, Windows 98, and Windows NT are known as what ?  

 Windows 95, Windows 98, এবং Windows NT কি নামে পরিচিত ?

➡ Operating systems.


65. What is the full name of WLAN ?  

 WLAN এর সম্পূর্ণ নাম কি ?

➡ Wireless Local Area Network.


66. Who among the following is known as “Modern Manu of India” ?  

 নিম্নলিখিতদের মধ্যে কে “ভারতের আধুনিক মনু” নামে পরিচিত ?

➡ Dr. B.R Ambedkar (ডঃ বি. আর. আম্বেদকর)।


67. Financial emergency is related to –   

 আর্থিক জরুরি অবস্থা সম্পর্কিত – 

➡Article 360 ( ধারা ৩৬০)।


আমি আশা করছি GK Questions in Bengali and English এর এই পোস্টটি থেকে অনেক উপকৃত হয়েছেন। যদি কোনো মন্তব্য থাকে তাহলে সেটি কমেন্ট করে জানান।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন