কয়েকটি ভিটামিনের রাসায়নিক নাম (Vitamins Chemical Name) ও অভাবজনিত রোগ | ভিটামিন A এর অভাবে কি রোগ হয় ?
নমস্কার বন্ধুগণ,
নিচে কয়েকটি ভিটামিনের রাসায়নিক নাম ও সংকেত দেওয়া রইল যেগুলো আমাদের বিভিন্ন Competitive Exam এর প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন WBP Constable, WBP SI, EXCISE, WBPSC, SSC GD, RRB NTPC GROUP D ইত্যাদি। ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?, বায়োটিন কোন ভিটামিনের রাসায়নিক নাম, কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? - বিভিন্ন পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে।
আপনারা যদি কোনো Govt. Job এর প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই আমাদের Youtube Channel টিকে Subscribe করে নিন।
কয়েকটি ভিটামিনের রাসায়নিক নাম ও সংকেত
ভিটামিনের নাম | রাসায়নিক নাম ও সংকেত |
---|---|
A | রেটিনোল (C20H28O) |
B1 | থায়ামিন (C12H17N4OS+) |
B2 | রাইবোফ্লাভিন (C₁₇H₂₀N₄O₆) |
B3 | নিয়াসিন (C₆H₅NO₂) |
B5 | প্যানটোথেনিক অ্যাসিড (C9H17NO5) |
B6 | পাইরিডক্সিন |
B7 বা H | বায়োটিন (C10H16N2O3S) |
B9 | ফোলেট (C19H19N7O6) |
B12 | কোবালামিন (C₆₃H₈₈CoN₁₄O₁₄P) |
C | অ্যাসকরবিক অ্যাসিড (C6H8O6) |
D | ক্যালসিফেরোল |
E | টোকোফেরল (C29H50O2) |
কয়েকটি ভিটামিনের নাম ও অভাবজনিত রোগ
ভিটামিনের নাম | অভাবজনিত রোগ |
---|---|
A | রাতকানা, ক্যারাটোম্যালেশিয়া |
B1 | বেরিবেরি |
B2 | চিলোসিস, গ্লোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, স্টোমাটাইটিস |
B3 | পেলেগ্রা |
B6 | রক্তাল্পতা, নিউরোপ্যাথি |
C | স্কার্ভি |
D | অস্টিওপোরোসিস, রিকেট |
E | বন্ধ্যাত্ব |
K | হেমারেজ বা রক্তক্ষরণ |
নিচে কয়েকটি প্রশ্ন আকারে দেওয়া হল 🔻
১. ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?
উঃ- রেটিনোল (C20H28O)।
২. কোন্ ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?
উঃ- ভিটামিন A.
৩. Vitamin B1 এর Chemical Name –
উঃ- থায়ামিন (C12H17N4OS+)।
৪. কোন ভিটামিনের অভাবে “বেরিবেরি” রোগ হয় ?
উঃ- Vitamin B1.
৫. ভিটামিন B12 এর রাসায়নিক নাম কি ?
উঃ- কোবালামিন (C₆₃H₈₈CoN₁₄O₁₄P)।
৬. ভিটামিন C এর অভাবজনিত রোগটি হলো –
উঃ- স্কার্ভি।
৭. ভিটামিন D এর রাসায়নিক নাম –
উঃ-ক্যালসিফেরোল।
৮. ভিটামিন D এর অভাবজনিত রোগটি হল–
উঃ- অস্টিওপোরোসিস, রিকেট।
৯. Vitamin E এর রাসায়নিক নাম–
উঃ- টোকোফেরল (C29H50O2)।
১০. Vitamin E এর অভাবজনিত রোগটির নাম কি ?
উঃ- বন্ধ্যাত্ব।
বিভিন্ন বিষয়ের PDF পাওয়ার জন্য আমাদের Telegram Channel টিতে যুক্ত যাও।
আরও পড়ুন...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন