Breaking




শুক্রবার, ৪ জুন, ২০২১

General Science Set 4 for Competitive exams | WBP 2021 SI 2021 RRB NTPC

General Science Important Questions for WBP, SI, RAILWAY, SSC - All Competitive Exams


 Hi Friends,

এই পোস্টটিতে আপনাদের জন্য রয়েছে Bengali General Science Questions For WBP, Excise, SI 2021, Kolkata Police,  Railway group D And Others Competitive Exam.

আমাদের Website এ এই রকম অনেক প্রশ্ন উত্তর রয়েছে আপনারা চাইলে সেগুলি দেখতে পারেন এবং আমাদের YouTube Channelটি Subscribe করে নিন।


General Science Set 4

1. 'Copper demon' কোন ধাতুকে বলা হয় ? 

   1) তামা। 

   2) নিকেল। 

   3) লোহা। 

   4) অ্যালুমিনিয়াম


2. পোলিও ভ্যাকসিন কে আবিষ্কার করেন ?

   1) লুই পাস্তুর। 

   2) এডওয়ার্ড জেনার। 

   3) উইলিয়াম ওসলার। 

   4) জোনাস সল্ক।


3. চোখের লেন্সের পেছনে যে তরল/জেলি দ্বারা পূর্ণ থাকে তাকে কি বলে ?

   1) ভিট্রিয়াস হিউমার। 

   2) অ্যাকুয়াস হিউমার। 

   3) কোরয়েড।  

   4) কোনোটিই নয়।


4. 'কুইনাইন ওষুধ' সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে তৈরি হয় ?

   1) ফুল। 

   2) বাকল/ছাল। 

   3) পাতা। 

   4) মূল।


5. ওড়ানো গ্যাস বেলুনে কোন গ্যাস থাকে ?

   1) অক্সিজেন। 

   2) হাইড্রোজেন। 

   3) হিলিয়াম। 

   4) নাইট্রোজেন।


6. ইঁদুর কোন রোগ বহন করে ?

   1) হাম। 

   2) ফ্লু। 

   3) পীতজ্বর। 

   4) প্লেগ। 


7. ব্লিচিং পাউডার তৈরিতে কোন গ্যাস প্রয়োজন হয়?

   1) ওজন। 

   2) কার্বন।  

   3) নাইট্রোজেন। 

   4) অক্সিজেন।


8. ড্রাই আইস এর রাসায়নিক নাম কি ?

   1) ফেরাস সালফেট। 

   2) সোডিয়াম কার্বনেট। 

   3) কঠিন কার্বন-ডাই-অক্সাইড। 

   4) ক্যালসিয়াম অক্সিক্লোরাইড।


9. অ্যাসপিরিন কে আবিষ্কার করেছিলেন ?

   1) এফ. হফম্যান। 

   2) এ. ফ্লেমিং। 

   3) রাদারফোর্ড। 

   4) কোনোটিই নয়।


10. মানুষের মুখমন্ডলে কয়টি হাড় থাকে ?

   1) ১৬টি। 

   2) ১০টি। 

   3) ১৮টি। 

   4) ১৪টি।


11. 0⁰c শূন্য মাধ্যমে শব্দের বেগ কত ?

   1) ২৫০ m/s। 

   2) ১৫৪ m/s। 

   3) ০ m/s। 

   4) ৬৭ m/s।


12. নিম্নলিখিত কোন ধাতুর যৌগ মোটরগাড়ির নিঃসৃত ধোয়ার মধ্যে উপস্থিত থেকে আমাদের পরিবেশের ক্ষতি করে ?

   1) লোহা। 

   2) সিসা। 

   3) তামা। 

   4) নিকেল।


13. কত উষ্ণতায় 1 কেজি জলের আয়তন 1 Liter হবে ? [WBSI 2005]

   1) 277K। 

   2) 246K। 

   3) 0K। 

   4) 10K।


14. 220V, 100W বৈদ্যুতিক বাল্বে রোধ কত ?

   1) 210Ω। 

   2) 200Ω।  

   3) 300Ω। 

   4) 484Ω। 


15. নিম্নলিখিত কোনটি নিউক্লিও প্রোটিন ?

   1) ক্যাপসিড।  

   2) টাইবোসোম। 

   3) হিস্টোন। 

   4) প্রায়ন।


16. Hz কিসের একক ?

   1) ত্বরণ। 

   2) দ্রুতির। 

   3) কম্পাঙ্কের। 

   4) বেগের।


17. কোনটি 'গ্রীন হাউজ গ্যাস' নয় ?[WBSI 2013]

   1) হাইড্রোজেন। 

   2) মিথেন। 

   3) কার্বন ডাই অক্সাইড। 

   4) নাইট্রাস অক্সাইড।


18. মৌমাছি হুলে যে তরল বিষ থাকে তাকে কি বলে ?

   1) টারটারিক অ্যাসিড। 

   2) অ্যাসিটিক অ্যাসিড। 

   3) হাইড্রোক্লোরিক অ্যাসিড। 

   4) ফরমিক অ্যাসিড।


19. নিচের কোনটি এমন একটি অধাতু যা সাধারণ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে?

   1) ক্লোরিন। 

   2) ফসফরাস। 

   3) ব্রোমিন। 

   4) হিলিয়াম।


20. নিচের খনিজ পদার্থগুলির কোনটি থেকে রেডিয়াম পাওয়া যায় ?

   1) হেমাটাইট।  

   2) পিচব্লেন্ড। 

   3) চেলকোপাইরাইট। 

   4) রুটিল। 


21. সোডিয়াম ধাতু কিসের মধ্যে রাখা হয় ?

   1) পেট্রোল। 

   2) জল। 

   3) অ্যালকোহল। 

   4) কেরোসিন।


22. 'স্মোক বোমা' তৈরিতে নিম্নলিখিত কোনটি ব্যবহৃত হয় ?

   1) ফসফরাস। 

   2) কার্বন। 

   3) সালফার। 

   4) হাইড্রোজেন।


23. নিচের কোন গ্যাসটির নাম মার্স গ্যাস ?

   1) হাইড্রোজেন। 

   2) অক্সিজেন। 

   3) মিথেন। 

   4) ইথেন।


24. নিম্নলিখিত কোনটিকে "রাসায়নিক পদার্থের রাজা" বলা হয় ?

   1) সালফিউরিক অ্যাসিড। 

   2) নাইট্রিক অ্যাসিড।

   3) হাইড্রোক্লোরিক অ্যাসিড। 

   4) কোনোটিই নয়।


25. নিম্নলিখিত কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

   1) ভিটামিন A। 

   2) ভিটামিন E। 

   3) ভিটামিন B। 

   4) ভিটামিন C।


সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো পড়ে অনেক উপকৃত হয়েছেন।


আরও পড়ো...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন