Top 50 Geography Gk Questions For Any Compitetave Exams
Geography Set 3
১. বর্তমানে আমাদের সৌরজগতের শীতলতম গ্রহ কোনটি ?
উঃ- প্লুটো।
২. ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা কোনটি ?
উঃ- আরাবল্লী।
৩. ঝিমাল কোথাকার গুরুত্বপূর্ণ নদী ?
উঃ- জম্মু ও কাশ্মীর।
৪. ভারতের উচ্চতম শৃঙ্গটি হল ?
উঃ- কারাকোরাম।
৫. গঙ্গা নদীর তীরে অবস্থিত সবথেকে বড় শহর ?
উঃ- কলকাতা।
৬. ভারতের বৃহত্তম ইস্পাত কারখানাটি হল ?
উঃ- ভিলাই।
৭. টেস্ট ক্রিকেট ক্ষত "গ্রীন পার্ক" কোথায় অবস্থিত ?
উঃ- কানপুর।
৮. তুঙ্গভদ্রা যার উপনদী তা হল ?
উঃ- কৃষ্ণানদী।
৯. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণীতে অবস্থিত ?
উঃ- কারাকোরাম রেঞ্জ।
১০. ওয়াগা সীমান্ত চেকপোস্ট কোন সীমান্তে অবস্থিত ?
উঃ- ইন্দো-পাক বর্ডার।
১১. "মরুস্থলী" কোন রাজ্যে অবস্থিত ?
উঃ- রাজস্থান।
১২. ভারতের কোন বন্দর থেকে প্রধানত চা রপ্তানি করা হয় ?
উঃ- কলকাতা।
১৩. ভারতে অবস্থিত কোন অঞ্চলটি প্রাচীনতম শিলা দিয়ে গঠিত ?
উঃ- আরাবল্লী পর্বত।
১৪. বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় কোন মানচিত্রের সাহায্যে বিশ্লেষণ করা হয় ?
উঃ- স্যাটেলাইট ইমেজারি।
১৫. পশ্চিম ভারতের কৃষ্ণ মৃত্তিকা কাকে বলে ?
উঃ- রেগুর।
১৬. "শাল" হচ্ছে এক ধরনের ?
উঃ- পর্ণমোচী বৃক্ষ।
১৭. পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে CO2 -এর ভূমিকা ?
উঃ- ১৩%।
১৮. পশ্চিমবঙ্গের প্রস্তাবিক বেসরকারি বন্দরটির নাম কি ?
উঃ- কুলপি।
১৯. ভারতের ধান উৎপাদনে প্রথম রাজ্য হল-
উঃ- পশ্চিমবঙ্গ।
২০. কীনান স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উঃ- জামশেদপুর।
২১. "সীফ" হচ্ছে এক ধরনের-
উঃ- বালিয়াড়ি।
২২. Shorea Robusta কার লাতিন নাম ?
উঃ- শাল।
২৩. ভারতের সর্বাধিক পরমাণু শক্তি উৎপাদক কেন্দ্রটির নাম কি ?
উঃ- কোটা।
২৪. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের পরিমাণ পরিমাপ করা হয় ?
উঃ- রিখটার স্কেল।
২৫. মেরুপ্রভা "Aurora Australis" কোন অঞ্চলে দেখা যায় ?
উঃ- কুমেরু অঞ্চলে।
২৬. সুয়েজ খাল যুক্ত করেছে-
উঃ- ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
২৭. ছোটনাগপুর একটি——মালভূমি।
উঃ- ব্যবচ্ছিন্ন।
২৮. সামুদ্রিক মৎস্য উৎপাদনের অধিকাংশ উত্তোলিত হয় ?
উঃ- কেরালা ও মহারাষ্ট্র উপকূলে।
২৯. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
উঃ- নর্মদা।
৩০. অ্যানথ্রাসাইট হল এক ধরনের-
উঃ- কয়লা।
৩১. কেরলে বর্ষা শুরু হয়-
উঃ- ১লা জুন।
৩২. ভারতের বৃহত্তম তৈল শোধনাগার কোথায় অবস্থিত ?
উঃ- জামানগর।
৩৩. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন স্থানে ?
উঃ- মৌসিনরাম।
৩৪. ভারতের কোন প্রদেশে তফশিলী উপজাতির শতকরা হার সর্বাধিক ?
উঃ- মেঘালয়।
৩৫. মৌভান্ডারে উৎপাদন হয়-
উঃ- তামা।
৩৬. পশ্চিমবঙ্গের লালমাটি অঞ্চলের নাম ?
উঃ- রাঢ়।
৩৭. পূর্বঘাট পর্বতমালার অপর নাম-
উঃ- মলয়াদ্রি।
৩৮. নাথুলা পাস অবস্থিত -
উঃ- সিকিম হিমালয়ে।
৩৯. আরাবল্লী সর্বোচ্চ শিখর ?
উঃ- গুরুশিখব।
৪০. "দুন" শব্দের অর্থ কি ?
উঃ- অনুদৈর্ঘ্য উপত্যকা।
৪১. সেক্সট্যান্ট (Sextant) যন্ত্র ব্যবহার করা হয় ?
উঃ-দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব মাপার জন্য।
৪২. পৃথিবীর দীর্ঘতম অন্তর্দেশীয় সমুদ্র হলো ?
উঃ- কাস্পিয়ান সাগর।
৪৩. আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ টি হল-
উঃ- মাউন্ট কিলিমাঞ্জারো।
৪৪. কাজিরাঙ্গা অভয়ারণ্যটি বিখ্যাত-
উঃ- একশৃঙ্গ গন্ডারের জন্য।
৪৫. বায়ুপ্রবাহের গতিবেগ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?
উঃ- অ্যানিমোমিটারের সাহায্যে।
৪৬. পৃথিবীর সর্বোচ্চ কফি উৎপাদক দেশ কোনটি ?
উঃ- ব্রাজিল।
৪৭. কোথায় "হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট" অবস্থিত ?
উঃ- দার্জিলিং।
৪৮. যে নদী "বাংলার দুঃখ" নামে পরিচিত সেটি হল-
উঃ- দামোদর।
৪৯. আন্দিজ কি জাতীয় পর্বত মালা ?
উঃ- ভঙ্গিল পর্বত।
৫০. "পো" নদীটি কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে ?
উঃ- ইটালি।
সম্পূর্ণ প্রশ্নগুলো পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভূগোলের ৫০টি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পড়ে আপনার অনেক উপকৃত হয়েছেন।
আরো পড়ুন 🔻
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন