Breaking




মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১

General Science Part 1 | সাধারণ বিজ্ঞান | WBP ,SI, WBCS , RAILWAY GROUP D এর প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

General Science Part 1 | সাধারণ বিজ্ঞান | WBP ,SI, WBCS , RAILWAY GROUP D এর প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন

Hi Friends,

General Science এর 50 টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিচে দেওয়া রইলো যেগুলি সমস্ত রকমের Competitive পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ ভাবে WBP Conatable, Kolkata Police, Excise, SI 2021, Railway group D, RRB এর জন্য। এইরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমাদের ওয়েবসাইটটিতে এছাড়াও আমাদেরকে YouTube Channel টিকে   Subscribe  করতে পারেন।


General Science Set 1

১. হিমোগ্লোবিন হচ্ছে একটি-

উ:- আয়রন যৌগ। 


২. কিলো-ওয়াট-আওয়ার(Kwh) কিসের একক?

উ:- ক্ষমতা। 


৩. কম্পনের একক কি ?

উ:- হার্জ(Hz)। 


৪. মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কি ?

উ:- কপার। 


৫. কোন রোগ রক্ত দ্বারা সংক্রামিত হয় ?

উ:- AIDS.


৬. মানবদেহের ক্রেনিয়াল নার্ভের সংখ্যা কত ?

উ:- ১২ জোড়া।  


৭. কোন Vitamin -এর অভাবে রাতকানা রোগ হয় ?

উ:- ভিটামিন A.


৮. স্তন গ্রন্থি কোন গ্রন্থির পরিবর্তিত রূপ ?

উ:- সিবেসিয়াস গ্রন্থি।  


৯. Acid বৃষ্টির কারণ কি ?

উ:- বাতাসে SO² ও NO²-এর উপস্থিতি। 


১০. কোন যন্ত্রের সাহায্যে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করা হয় ?

উ:- অ্যামিটার।  


১১. ক্ষমতার একক কি ?

উ:- ওয়াট।  


১২. CGS পদ্ধতিতে আয়তনের একক কি ?

উ:- CM³.


১৩. অ্যালুমিনিয়াম ফসফেট-এর সংকেত কি ?

উ:-AI(PO4)। 


১৪. মানব হৃদপিন্ডের প্রাকৃতিক পেসমেকারটি কি ?

উ:- SA নোড। 


১৫. একটি 100W,220V বৈদ্যুতিক বাতির প্রবাহমাত্রা কত ?

উ:- 2.2A.


১৬. রান্নার প্রেসার কুকারে তাড়াতাড়ি হওয়ার কারণ -

উ:- বর্ধিত চাপ স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়।  


১৭. পদ্মফুলের কোথায় স্টোমাটা দেখতে পাওয়া যায় ?

উ:- পাতার কেবলমাত্র উপরি অংশে। 


১৮. মানুষের মস্তিষ্কের তাপমাত্রা নিয়ন্ত্রন করে-

উ:- হাইপোথেলামাস।  


১৯. যে মৌল দ্বারা সর্বাধিক যৌগ সৃষ্টি করা যায় সেটি হল ?

উ:- কার্বন।


২০. ইনসুলিন হরমোন কোথা থেকে ক্ষরিত হয় ?

উ:- আইলেটস অব ল্যাঙ্গারহ্যানস। 


২১. হৃদপিন্ড থেকে নির্গত নালী কে বলে ?

উ:- ধমনী। 


২২. চাপের S.I. একক কি ?

উ:- পাস্কাল।  


২৩. কাঁকড়াবিছের শ্বাস যন্ত্রের নাম কি ?

উ:- বুকলাঙ। 


২৪. কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় ?

উ:- অ্যাড্রিনালিন।  


২৫. পরমাণুর অন্যতম গঠনমূলক কনা, নিউট্রন কে আবিষ্কার করেন ?

উ:- জেমস চ্যাডউইক। 


২৬. একটি লাল বস্তুকে, নীল ক্লাসের মধ্যে দিয়ে যখন দেখা হয়, তখন বস্তুটি কি রঙের দেখায় ?

উ:- কালো। 


২৭. ভিটামিন B২ -এ রাসায়নিক নাম কি ?

উ:- রাইবোফ্লাভিন। 


২৮. লেবু  এবং কমলালেবুতে কি ভিটামিন পাওয়া যায় ?

উ:- ভিটামিন C.


২৯. গ্রিন ভিট্রিয়লের রাসায়নিক সংকেত কি ?

উ:- FeSO4.7H2O.


৩০. লগারিদম টেবিলের আবিষ্কারক হলেন ?

উ:- জন নেপিয়ার।  


৩১. লোহার অভাবে কি রোগ হয় ?

উ:- অ্যানিমিয়া। 


৩২. সাধারণ লবণের রাসায়নিক নাম কি ?

উ:- সোডিয়াম ক্লোরাইড। 


৩৩. একটি ইলেকট্রনিক কেটলিতে জল গরম হয় কোন প্রক্রিয়া দ্বারা ?

উ:- পরিচলন। 


৩৪. বায়ুমন্ডলের কোন স্তর রেডিও তরঙ্গ প্রতিফলিত করে ?

উ:- আয়নোস্ফিয়ার।  


৩৫. ফল পাকাতে কোন হরমোন ব্যবহৃত হয় ?

উ:- ইথিলিন।  


৩৬. মানবদেহে হিমোগ্লোবিনের কাজ কি ?

উ:- বিভিন্ন কলোতে অক্সিজেন বহন করা। 


৩৭. "বংশগতিবিদ্যা"র জনক কে ?

উ:- মেন্ডেল। 


৩৮. কোন ভিটামিনের অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয় ?

উ:- ভিটামিন C.


৩৯. একটি বৃক্ষের বয়স নির্ধারণ করা যায় কি দ্বারা ?

উ:- অবস্থিত বর্ষবলয়ের দ্বারা। 


৪০. কোষের শক্তিঘর কোথায় ?

উ:- মাইক্রোকন্ড্রিয়া। 


৪১. বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তরের নাম কি ?

উ:- ট্রপোস্ফিয়ার।  


৪২. তেজস্ক্রিয়তার আবিষ্কর্তা কে ?

উ:- বেকারেল। 


৪৩. ন্যাপথলিন এর উৎস কি ?

উ:- Coal tar(আলকাতরা)। 


৪৪. ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি ?

উ:- ক্যালসিয়াম হাইপোক্লোরাইড।  


৪৫. পেনিসিলিন কে আবিষ্কার করেন ?

উ:- আলেকজান্ডার ফ্লেমিং। 


৪৬. কোন হরমোনকে "আপদকালীন

হরমোন" বলে ?

উ:- অ্যাড্রিনালিন। 


৪৭. ম্যালেরিয়া রোগের বাহক কে ?

উ:- অ্যানোফিলিস মশা।  


৪৮. মাইক্রোস্কোপ কে আবিষ্কার করেন ?

উ:- লিউয়েন হোয়েক।


৪৯. সিঁদুর কোন ধাতুর আকরিক ?

উ:- লেড।  


৫০. কেলভিন স্কেলে বরফের গলনাঙ্ক কত ?

উ:- 273K.


আশা করি এর থেকে উপকৃত হবেন


আরোও পড়ুন 🔻

General Science 2

General Science 3


Download Pdf


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন