Breaking




শনিবার, ২৭ মার্চ, ২০২১

Gk For Competitive Exam In Bengali | GK- সাধারণ জ্ঞান Set-2

 Gk Set 2 for competitive exam in bengali|WBP Constable & Lady Constable, SI, Excise, SSC exams, Kolkata Police, Railway Group D.

GK- সাধারণ জ্ঞান Set-2 | চাকরির প্রশ্নোত্তর | Govornment Job Questions Answers In Bengali pdf


Hi Friends,

এই পোস্টটিতে ৫০টি খুবই গুরুত্বপূর্ণ General Knowledge -এর question রয়েছে, যেগুলি WBP CONSTABLE, KOLKATA POLICE, RAILWAY NTPC GROUP D, SI, EXCISE, SSC, WBCS, WBP ABGARI POLICE CONSTABLE, RRB NTPC ইত্যাদি সরকারি চাকরির পরীক্ষায় এসে থাকে।

তাই সময় নষ্ট না করে ৫০টি General Knowledge -এর প্রশ্নগুলি ভালো করে পড়ে নিন।


⁌ General Knowledge Set-2 ⁍


১.কোন নদী সর্ণরেনু নদী নামে পরিচিত?

উঃ- ইয়াং সিকিয়াং।


২. রেডক্লিফ লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত??

উঃ -ভারত ও পাকিস্তান।


৩.প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল সাঁতরে পার হন?

উঃ- আরতি সহা।


৪.কে প্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন???

উঃ- সি ভি রমন।


৫. ভুটান এর মুদ্রার নাম কি?

উঃ- গুলড্রাম।


৬.চিন এর মুদ্রার নাম কি??

উঃ- উয়ান।


৭. বঙ্গভঙ্গ কবে শুরু হয়?

উঃ- ১৯০৫।


৮.বঙ্গভঙ্গ কবে রদ করা হয়?

উঃ- ১৯১১।


৯. প্রথম কোন মহিলা দাদাসাহেব ফালকে পুরস্কার পান ?

উঃ- দেবিকা রানি।


১০. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়?

উঃ- ১৮৮৫ সালে। 


১১. কে অনুশীলন সমিতি সংগঠিত করেন?

উঃ- p. Mitra.


১২. সম্প্রতি কোন রাজ্য পুলিশ "Vartual Police Station" চালু করল?

উঃ- ওড়িশা।


১৩. সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে GST লাগু হল

উঃ- ১০১ তম।


১৪. তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কোন সালে?

উঃ- ২০১৪।


১৫. ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়?

উঃ- সমুদ্রগুপ্তকে।


১৬. ভারতের কোন রাজ্যের প্রধান উৎসব "ওনাম"?

উঃ- কেরালা।


১৭. দক্ষিণ ভারতের সর্ববৃহৎ শৃঙ্গ কোনটি?

উঃ-আনাইমুদি।


১৮. ভিক্টোরিয়া জলপ্রপাত কোথায় অবস্থিত?

উঃ- আফ্রিকা ( জামবেজি নদীর উপর )।


১৯. সিয়াচেন হিমবাহ কোন পর্বতশ্রেণিতে অবস্থিত?

উঃ- কারাকোরাম।


২০. শ্বেত কয়লা নামে অভিহিত করা হয় কোন বিদ্যুৎ কে?

উঃ- জলবিদ্যুৎ-কে।


২১. মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়?     

উঃ - pisciculture.


২২. গ্রিস এর মুদ্রার নাম কি?

উঃ- ইউরো।


২৩. বড় ইমামবাড়া কোথায় অবস্থিত?

উঃ- লখনৌ।


২৪. পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং গভীরতম মিষ্টি স্বাদু জলের হ্রদ কোনটি?

উঃ- বৈকাল হ্রদ।


২৫.প্রথম কোন মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন?

উঃ- বাচেন্দ্রী পাল।


২৬. কোন এসিডের সংস্পর্শে চিনি কালো হয়ে যায়?

উঃ সালফিউরিক অ্যাসিড।


২৭.প্রথম কোন ভারতীয় যিনি সাহিত্যে নোবেল পুরষ্কার পান?

উঃ- রবীন্দ্রনাথ ঠাকুর।


২৮. ফোর্ট উইলিয়াম কলেজ কে নির্মাণ করেন?

উঃ রাজা তৃতীয় উইলিয়াম।


২৯. "আইন-ই-আকবরী" গ্রন্থের লেখক কে?

উঃ- আবুল ফজল।


৩০. হুমায়ুন নামা কে রচনা করেছিলেন?

উঃ - গুলবদন বেগম।


৩১. কে সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন ?

উঃ- লোকসভার অধ্যক্ষ।


৩২. মৌমাছির হুলে কোন অ্যাসিড পাওয়া যায়?

উঃ- ফরমিক অ্যাসিড।


৩৩.মানব দেহে কতগুলি ক্রোমোজোম থাকে?

উঃ- ৪৬ টি (23 জোড়া)।


৩৪. ভিটামিন A এর ঘাটতি অভাবে কোন রোগ হয়ে থাকে?

উঃ- রাতকানা।


৩৫. কোন 'কলা' পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদদেহে পরিবহন করে ?

উঃ- ফ্লোয়েম।


৩৬. সি. এন.জি এর অর্থ কি?

উঃ কম্প্রেসড ন্যাচারাল গ্যাস।


৩৭.ঝুম কি?

উঃ একপ্রকার চাষের পদ্ধতি।


৩৮. কোন মৃত্তিকা তুলা চাষের জন্য উপযোগী?

উঃ রেগুর মৃত্তিকা।


৩৯. অর্থশাস্ত্রের রচয়িতা কে?

উঃ- কৌটিল্য।


৪০. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন?

উঃ- লর্ড ওয়েলেসলি।


৪১. তানপুরা বাদ্যযন্ত্রে কতগুলি তার থাকে ?

উঃ- ৪টি।

৪২. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?

উঃ- আলম আরা।


৪৩. সংসদের সদস্যদের বেতন ও ভাতা প্রদানের বিষয়টি স্থির কে করেন ?

উঃ- সংসদ।


৪৪. অ্যান্টিবায়োটিক কি ?

উঃ- একটি সজীব বস্তু দ্বারা উৎপন্ন একটি রাসায়নিক পদার্থ যা রোগ-জীবাণুর বৃদ্ধিতে বাধা দেয়।


৪৫. ‘Al-hilal’ পত্রিকাটি কে প্রকাশ করেন ?

উঃ- মৌলানা আবুল কালাম আজাদ।


৪৬. ‘ওনাম’ কোন ভারতীয় রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য ও উৎসব ?

উঃ- কেরালা।


৪৭. ‘শার্লক হোমস’ চরিত্রটি কার সৃষ্টি ?

উঃ- আর্থার কোনান ডয়েল।


৪৮. সমুদ্রের জলে কোন লবণটি পাওয়া যায় ?

উঃ- সোডিয়াম ক্লোরাইড।


৪৯. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি গোয়েন্দা চলচ্চিত্রটির নাম কি?

উঃ- ব্যোমকেশ বক্সী।


৫০. ‘ইতমাদ-উদ-দৌলা’ সৌধ কে নির্মাণ করেছিলেন ?

উঃ- নুরজাহান।


🙏 সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ 🙏


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন