Breaking




বুধবার, ৩১ মার্চ, ২০২১

Geography Set 2 | WBP 2021, SI, SSC Exams এর কিছু নমুনা প্রশ্নোত্তর


নমস্কার বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পোস্টটিতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ভূগোলের ৫০টি প্রশ্ন। এগুলি বিভিন্ন competitive exams – WBP Constable, Excise, SI, Railway Group D, SSC Exams( SSC CGL, SSC GD), Kolkata Police - এর জন্য খুবই গুরুত্বপূর্ণ।

তাই সময় নষ্ট না করে Geography -র ৫০টি প্রশ্ন ভালো করে পড়ে মুখস্ত করে নিন।


Geography Set 2

 ১। কোন গ্রহের ১৩ চাঁদ আছে ?

উঃ- নেপচুন।


২। পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কোনটি ?

উঃ- সূর্য।


৩। সূর্যের বহির্ভাগের তাপমাত্রা কত ?

উঃ- ৬০০০⁰C।


৪। মঙ্গলের উপগ্রহ কি কি ?

উঃ- ডিমস, ফোবোস।


৫। কোন তারিখকে মহাবিষুব বলা হয় ?

উঃ- ২১শে মার্চ।


৬। কোন মাসে দিন বড় রাত ছোট হয় ?

উঃ- জুন।


৭। কোন যুগে স্থলভাগে প্রাণের সঞ্চার ঘোটে ?

উঃ- প্যালিওজোয়িক যুগ।


৮। দিল্লির লালকেল্লা কি দ্বারা গঠিত ?

উঃ- বেলে পাথর।


৯। আরাবল্লী কি ধরনের পর্বত ?

উঃ- ক্ষয়জাত প্রাচীন ভঙ্গিল পর্বত।


১০। পৃথিবীর ছাদ কাকে বলা হয় ?

উঃ- পামীর মালভূমিকে।


১১। কোন পর্বতে জীবাশ্ম দেখা যায়?

উঃ- ভঙ্গিল পর্বত।


১২। পৃথিবীর সবচেয়ে বড় জলপ্রপাত টি কোথায় অবস্থিত?

উঃ- ভেনেজুয়েলা।


১৩। পৃথিবীর গভীরতম হ্রদ -এর নাম কি?

উঃ- বৈকাল হ্রদ (১৬২০ মি)।


১৪। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত এর নাম কি?

উঃ- যোগ বা গেরসোপ্পা জলপ্রপাত। 


১৫। কোন দেশকে "হ্রদ দেশ" বলা হয় ?

উঃ- ফিনল্যান্ড। 


১৬। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি ?

উঃ- উলার হ্রদ। 


১৭। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি রুপা পাওয়া যায় ?

উঃ- অন্ধ্রপ্রদেশ। 


১৮। ঝাড়খণ্ডের ঘাটশিলা কিসের জন্য বিখ্যাত ?

উঃ- তামা। 


১৯। ভারতে কোথায় প্রথম সোনা পাওয়া যায় ?

উঃ- কোলার (কর্ণাটক)। 


২০। দক্ষিণ ভারতের "ম্যানচেস্টার" কোথায় অবস্থিত ?

উঃ- কোয়েম্বাটুর। 


২১। ভারতের সবচেয়ে দীর্ঘতম রাস্তা কোনটি ?

উঃ- NH ৭। 


২২। ভারতের মোট বিদ্যুৎ উৎপাদনের কত শতাংশ জলবিদ্যুৎ ?

উঃ- ২৫ শতাংশ। 


২৩। দক্ষিণ ভারতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হল-

উঃ- শিবসমুদ্রম। 


২৪। "ভারতের রূঢ়" কাকে বলা হয় ?

উঃ- দুর্গাপুরকে। 


২৫। ল্যাটেরাইট মাটির প্রধান ফসল কি ?

উঃ- কাজুবাদাম, ট্যাপিওকা। 


২৬। সাধারন ভাবে ভারতের মাটিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় ?

উঃ- ১১। 


২৭। অ্যাম চো নদী কোন হিমালয়ের অন্তর্গত ?

উঃ- লোহসে। 


২৮। সিন্ধু নদ ভারতে কত কিমি বিস্তারিত ?

উঃ- ৭০৯ কিমি। 


২৯। ভারতের বৃহত্তম নদী কোনটি ?

উঃ- ব্রহ্মপুত্র। 


৩০। কোন রাজ্যকে "ভারতের শস্যাগার" বলা হয় ?

উঃ- পাঞ্জাব। 


৩১। পাট উৎপাদনে বিহার কত তম স্থান দখল পড়ে আছে ?

উঃ- দ্বিতীয়। 


৩২। কোন শস্য খরা প্রতিরোধ করে ?

উঃ- বার্লি। 


৩৩। পৃথিবীতে চা উৎপাদনে শ্রীলংকা কততম স্থান অধিকার করেছে ?

উঃ- তৃতীয়। 


৩৪। বায়ুমন্ডলে জলীয় বাষ্পের গড় কত ?

উঃ- ১.৪%। 


৩৫। ভূপৃষ্ঠ থেকে ১৮ কিমি পর্যন্ত ওপরের বায়ুস্তরকে স্তরকে কি বলে ?

উঃ- ট্রপোস্ফিয়ার। 


৩৬। বায়ুমন্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি ওজোন গ্যাস দেখা যায় ?

উঃ- স্ট্রটোস্ফিয়ার। 


৩৭। বাতাসে কোন গ্যাসটি নিষ্ক্রিয় অবস্থায় থাকে ?

উঃ- অর্গান। 


৩৮। বাতাসের আর্দ্রতা পরিমাপক যন্ত্র হলো-

উঃ- হাইগ্রোমিটার। 


৩৯। বায়ুর চাপ কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় ?

উঃ- ব্যারোমিটার। 


৪০। ১⁰C=কত ⁰F

উঃ- ৩৩.৮⁰F। 


৪১। মেরু বায়ু কি প্রকৃতির ?

উঃ- অত্যন্ত শীতল। 


৪২। চিনুক ঝড় কোন সময়ে দেখতে পাওয়া যায় ?

উঃ- শীতকালে। 


৪৩। "লু" বায়ুর উষ্ণতা কত হয় ?

উঃ- ৪৫⁰-৫০⁰C। 


৪৪। রাজস্থানের আয়তন কত ?

উঃ- ৩৪২.২ হাজার বর্গ কিমি। 


৪৫। কর্নাটকের প্রধান ভাষা কি ?

উঃ- কন্নড়। 


৪৬। লাক্ষাদ্বীপ কোথায় অবস্থিত ?

উঃ- আরব মহাসাগরে। 


৪৭। ভারতের প্রতিবেশী দেশের মধ্যে আয়তনে সবচেয়ে বড় কোন দেশ ?

উঃ- চীন। 


৪৮। নেপালে পরিবহনের প্রধান মাধ্যম কি ?

উঃ- সড়কপথ। 


৪৯। ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?

উঃ- মানস। 


৫০। ভুটানের প্রধান ভাষা কি ?

উঃ- জংখা, নেপালী, ইংরেজি। 


প্রশ্নগুলো সম্পূর্ণ পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ভূগোলের এই প্রশ্নগুলো পড়ে আপনারা অনেক উপকৃত হয়েছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন